How To Safe In Corona Various In Bangla

করোনাভাইরাস এমন একটি ভাইরাস যেটি চামবাদুর এবং বিড়াল কুকুর সাপ দেহে মিলেছে কিন্তু এটি আর এখন পশু দেহে সীমাবদ্ধ নেই এখনই ভাইরাসের কবলে অসংখ্য দেশ যেমন চীন জাপান ইটালি বাংলাদেশ ও ভারত বর্ষ এছাড়াও অনেক অগণিত দেশ কবলিত হয়েছে এখন প্রশ্ন হয়েছে আপনি কিভাবে এই  নভেল করোনা ভাইরাস থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন। এই করনা ভাইরাসের এখনো পর্যন্ত অ্যান্টিডোট আবিষ্কার হয়নি সেই কারণে এই করোনা ভাইরাস থেকে নিজেকে দূরে রাখাটা বুদ্ধিমানের কাজ।

Safe Corona Various in Bengali

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অনুসারে এই সংক্রমণ একটি মানব দেহ থেকে অপর মানব দেহে যাওয়ার মাধ্যম হয়েছে যখন কোন সংক্রমনিত ব্যক্তি কাশি অথবা হাচি দেয় তখন করোনাভাইরাস এক দেহ থেকে অপর দেহে প্রবেশ করে সেই কারণে সর্বদা সংক্রমিত ব্যক্তি থেকে দূরে থাকা এবং মাক্স ব্যবহার করা যাতে হাওয়া বাতাসের মাধ্যমে কোন ভাইরাস যাতে প্রবেশ করতে না পারে। তার সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন কোন মাছ মাংস জাতীয় খাবার ধোবার সময়ে অবশ্যই  মাক্স ব্যবহার করা এবং খাবার কে খুব ভালো করে রান্না করা কারণ উচ্চ তাপমাত্রায় কোন ভাইরাস বেঁচে থাকে না।